Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
The newly constructed building of Regional Passport was inaugurated.
Details

১৯-১০-২০২৩ খ্রিঃ বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়ায় ২৫ শতাংশ জমির উপর ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৮,৮২৬ বর্গফুট আয়তনের অঞ্চলিক পাসপোর্ট এর নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, BSP,NDC,HDMC,AFWC,PSC,G । অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্মাণ প্রকল্প পরিচালক মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার মোনালিসা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।

Attachments
Image
Publish Date
19/10/2023
Archieve Date
01/01/2025